Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


ইতিহাসের স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা। উপজেলার সাতটি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছেন এক লাখ মানুষ। যদিও সরকারি হিসাবে পানিবন্দির সংখ্যা ৮০ হাজার।

আর এই ভয়াবহ বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ রয়েছেন এক পান ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে শুক্রবার সকালে বন্যার পানির স্রোতে আবু বক্কর ভেসে যায়। পরে তার মৃতদেহ ভেসে উঠে। নিহত আবু বক্কর গোপালপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

দুপুরে নিজ বাড়ি সাধুরপাড়া ইউনিয়নের আইমারী খানবাড়ী এলাকায় বন্যার পানিতে ডুবে সাকিব খান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। 

আগের দিন সন্ধ্যায় পানি দেখতে গিয়ে ব্রিজের রেলিং থেকে পড়ে মাজ্জাদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র পানির স্রোতে ভেসে গেছে। মাজ্জাদ সাধুরপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে।

Bootstrap Image Preview