Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন রওশন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানানোর জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‌‘তার মৃত্যুতে আপনারা যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেছেন, তার জন্য আমি আপনাদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।’

দেশবাসী বিশেষত এরশাদের প্রাণপ্রিয় রংপুরবাসীর আবেগ ও ভালোবাসার সম্মানার্থে এরশাদকে রংপুরের মাটিতে সমাধিস্থ করার বিষয়ে তিনি এবং তার পরিবার সন্মতি প্রকাশ করেছেন জানিয়ে রওশন বলেন, বৃহত্তর রংপুরবাসীর অভূতপূর্ব এ আবেগ ও ভালোবাসায় তিনি এবং তার পরিবার আজীবন কৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবেন। তিনি এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। রংপুরে এরশাদের বাসভবন পল্লী নিবাসের লিচু তলায় আজ তার দাফন সম্পন্ন হয়।

Bootstrap Image Preview