Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বীর মুক্তিযোদ্ধা আতোয়ার চেয়ারম্যান আর নেই

টাংগাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাংগাইল জেলার সখিপুর থানার ৫নং হাতিবান্দা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি কৃষক শ্রমিক জনতা লীগ সখিপুর উপজেলার সভাপতি।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুন মাসের ১৩ তারিখে তিনি ব্যক্তিগত কাজে সখিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বংকী নামক স্থানে অপরদিক থেকে আসা একটি গাড়ির সাথে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে করে তিনি গুরুতর আহত হন।

পরে প্রথমে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং সর্বশেষ তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষাজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি দীর্ঘ ১০বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

Bootstrap Image Preview