Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


জনগণের টাকা যেন অপচয় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সকল বিভাগ এবং মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বাজেটের সিংহ ভাগই জনগণের টাকায়। এই টাকা যেন নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে হবে সকলকে।’

তিনি বলেন, ‘এত খেটে, কাজ করে এখন যদি এই দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায় তাহলে সেটা সত্যিই খুব দুঃখজনক হবে। দুর্নীতির কারণে আমাদের উন্নয়ন যেন কোনোমতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি সকলকে আরও ভালভাবে লক্ষ্য রাখতে হবে।’

এ সময় একদম নিম্নস্তর পর্যন্ত সকলকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করার তাগিদ দিয়ে সরকারপ্রধান হুঁশিয়ার করে বলেন, ‘দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

প্রধানমন্ত্রী আরও জানান, ডিজিটাল যুগের সঙ্গে সমন্বয় রেখে সরকারি কাজ আরও গতিশীল করতে হবে, কমাতে হবে লাল ফিতার দৌরাত্ম্য। সমন্বিত উন্নতির জন্য গ্রাম থেকে মানুষের শহরে আসার প্রবণতা বন্ধ করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview