টাঙ্গাইলে নিখোঁজের পাঁচদিন পর প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান আলী রেজার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাগমারা পশ্চিম আকুর টাকুর পাড়ার লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত আইনজীবী হাসান আলী রেজা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
ওসি সায়েদুর রহমান বলেন, ‘দুপুরের দিকে লৌহজং নদীতে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই ব্যক্তি প্রবীণ আইনজীবী হাসান আলীর লাশ বলে শনাক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হাসান আলীকে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ নদীতে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, গত সোমবার (৮ জুলাই) তিনি টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকার বাসা থেকে চা খাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। পরে তার পরিবার টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।