Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ত্রিভুবনে ফের দুর্ঘটনা, অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরলো বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছে। ত্রিভুবন বিমানবন্দরের একটি উড়োজাহাজ দুর্ঘটনাকবলিত হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিমানবন্দরটির রানওয়ে বন্ধ ছিল সে সময়।

গতকাল শুক্রবার সকালে বিমানের ফ্লাইটটি নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে রানওয়ে বন্ধ থাকায় সেটা ফেরত আসে ঢাকায়।

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ায় প্রায় আট ঘণ্টার জন্য ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেয়া হয়। সে সময় বিমানের ফ্লাইটটি নেপালের আকাশে উড়ছিল। এরপর অবতরণের অনুমতি না পাওয়ায় পাইলট বিমানটি ঢাকায় ফিরিয়ে নিয়ে আসেন পাইলট।

হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক মেহবুব খান বিমানের ফ্লাইট ফেরত আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নেপালের গণমাধ্যম কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ায় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় আট ঘণ্টা। ভারি বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রানওয়ে থেকে ছিটকে প্রায় ২০ মিটার দূরে ঘাসের ওপর গিয়ে পড়ে উড়োজাহাজটি। দুর্ঘটনার পরেও ইয়েতি এয়ারলাইন্সের আরোহী ৭২ যাত্রীর সবাই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন উড়োজাহাজটি থেকে। তবে তাদের মধ্যে তিনজনকে কাঠমাণ্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়।

Bootstrap Image Preview