Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের আপিলের রায় যেকোনো দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিলের রায় যেকোনো দিন ঘোষণা করবেন আপিল বিভাগ। 

বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে আজহারুলের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহাবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ বহাল রাখার দাবি জানিয়েছেন। অন্যদিকে আজহারুলের আইনজীবীরা তার খালাস চেয়েছেন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল।

Bootstrap Image Preview