Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বান কি মুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’-এ যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের স্ত্রী ইয়ো সু তায়েক।

সফরের প্রথমদিনে বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত কেন্দ্রীয় প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিনি।

ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রয়াসের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইসিডিপি), স্কুল অব অটিজমসহ পাঁচটি বিশেষ বিদ্যালয়, প্রাথমিক ও মাধ্যমিক এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ বিদ্যালয়সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন বান কি মুনের স্ত্রী।

এ সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনী বেগম সেলিনা মোমেন, পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রয়াস পরিদর্শনকালে ইয়ো সু তায়েক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আন্তরিক সময় কাটান। এছাড়াও বিশেষ শিশুদের জন্য প্রয়াস প্রাঙ্গণে নির্মাণাধীন বাংলাদেশের একমাত্র সেন্সরি গার্ডেনটি পরিদর্শন করেন তিনি। সেন্সরি গার্ডেনটির নির্মাণ শেলী ও এর ব্যাপকতা দেখে প্রসংশা করেন বান কি মুন পত্নী। বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তিনি।

প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মো. নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক স্নেহদৃষ্টি ও সহযোগিতায় প্রয়াসের বিশেষ শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য কৃতিত্ব রাখছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সেনাবাহিনীরর সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে প্রয়াস একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিনি আরও বলেন, সর্বস্তরে বিশেষ শিক্ষার মান উন্নয়নের জন্য দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ। তিনিও প্রয়াসের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।

মঙ্গলবার ঢাকায় আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন দম্পতি। সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন তাদের স্বাগত জানান।

ঢাকায় আয়োজিত গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ)- শীর্ষক সম্মেলনে যোগ দেন জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন। বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার ।

Bootstrap Image Preview