Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জলবায়ু মোকাবেলায় বাংলাদেশ সেরা শিক্ষক: বান কি মুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশকে সেরা শিক্ষক হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

ঢাকায় জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে আয়োজিত দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি বুধবার এ কথা বলেন।

বান কি মুন বলেন, আমরা এখানে এসেছি জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা শুনতে ও জানতে। এ ক্ষেত্রে যারা জলবায়ু পরিবর্তনের প্রাথমিক শিকার, তারা আমাদের সেরা শিক্ষক এবং তারা খোলা মনে আমাদের শেখাবেন।

তিনি মনে করেন, বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশ রয়েছে, যারা সারা পৃথিবীকে এ বিষয়ে শেখাতে পারে। তাদের মধ্যে বাংলাদেশ হলো সেরা।

জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, ২০৫০ সালের মধ্যে সাগরের উচ্চতা মাত্র ১ মিটার বৃদ্ধি পেলেই বাংলাদেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাবে।

তিনি আরও বলেন, সাগরের উচ্চতা সামান্য বৃদ্ধি পেলেই রাজধানী শহর ঢাকাও জলমগ্ন হয়ে পড়বে।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্শাল আইল্যান্ডসের রাষ্ট্রপতি হিলদা হিনে এবং বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা।

Bootstrap Image Preview