Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মারা গেছেন সন্তানের জন্য ৪৪ বছর ধরে রোজা রাখা সেই মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


সন্তানকে ফিরে পেতে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য সারাবছর রোজা রাখার মানত করেছিলেন মা ভেজিরন নেছা। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে দেড়মাস পর বাড়ি ফিরে আসেন সন্তান। সেইদিন থেকে টানা ৪৪ বছর ধরে রোজা পালন করেছিলেন ভেজিরন।

সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর বিকেল পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভেজিরন নেছা।  মৃত্যুর সময় ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন তিনি।

জানা গেছে, ১৯৭৫ সালে তার বড় ছেলে শহিদুল ইসলাম হারিয়ে যান।  ১১ বছরের সে সন্তানকে বিভিন্ন স্থানে খুঁজে বেড়ান তিনি। কিন্তু না পেয়ে পাগলপ্রায় হয়ে পড়েন। উপায়য়ন্তর না পেয়ে মহান আল্লাহর দরবারে আরজি করেন তিনি। এলাকার মসজিদ ছুঁয়ে প্রতিজ্ঞা করেন, সন্তান ফিরে এলে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সারা বছর রোজা পালন করবেন।

দেড়মাস পর ফিরে আসেন শহিদুল ইসলাম। সেই থেকে টানা ৪৪ বছর বারোমাস রোজা পালন করেছেন ভেজিরন নেছা। এলাকাবাসী জানান, অভাব অনটনের পাশাপাশি বয়সের ভারে নুয়ে পড়লেও ভেজিরন নেছা সন্তানের কল্যাণে প্রতিজ্ঞা ভঙ্গ করেননি।

Bootstrap Image Preview