রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হজগমনেচ্ছুদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, ইনফ্লুয়েঞ্জা এবং ম্যানিনজাইটিস টিকা প্রদান শেষে ১ লাখ ১৪ হাজার ১৭৭ জন স্বাস্থ্যসনদ লাভ করেছেন।
মঙ্গলবার (৯ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা।
স্বাস্থ্যসনদ দেওয়ার পাশাপাশি অনলাইনে ভিসা ইস্যু করছে। শুরুর দিকে সার্ভার জটিলতায় ভিসার সংখ্যা কম থাকলেও হজ ফ্লাইট শুরুর পর থেকে ভিসা দ্রুত ইস্যু হচ্ছে। গত কয়েকদিনে ৫৬ হাজার ৬শ ৪৬ জন হজ গমনেচ্ছু ভিসা পেয়েছেন। তাদের মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ২১ হাজার ৫শ ৯৮ জন।
সৌদি আরব চলে যাওয়াদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩শ ৩৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৩শ ৬৪ জন হজ গমনেচ্ছু রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩১টিসহ মোট ৫৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান।
প্রসঙ্গত, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন।