Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিচারকরা নামের শুরুতে ব্যারিস্টার বা ডক্টর লিখতে পারবেন না: হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০১:৪৬ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০১:৪৬ PM

bdmorning Image Preview


দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের এক আদেশে বলা হয়েছে, নিম্ন আদালতের বিচারকরা নামের শুরুতে ব্যারিস্টার বা ডক্টর লিখতে পারবে না। একইসঙ্গে ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (০৭ জুলাই) দুপুরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পরে ওই কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো: আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী। আজ ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান বিচারকের নামের আগে ডক্টর পদবি লেখা আছে

তখন আদালত স্ব-প্রণোদিতভাবে আদেশ দেন, নিম্ন আদালতের কোন বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোন পদবি লিখতে পারবেন না।

Bootstrap Image Preview