Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে লাইনের উপর বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ১২:২১ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


গাজীপুরে রেল লাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেলোয়ার হোসেন (৩২) নামে একজন ঠিকাদার রয়েছেন। অপরজন ট্রাকের চালক বলে জানা গেছে।

আজ রবিবার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দেলোয়ার হোসেন (৩২) নামে একজন ঠিকাদার মারা যান। দেলোয়ার তুরাগের ভাটুলিয়া মসজিদ রোডের হাকিম আলীর ছেলে।

সদর থানা পুলিশের ওসি সমির চন্দ্র সূত্রধর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, কলকাতা থেকে ঢাকাগামী আন্তনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রবিবার ভোর ৪টার দিকে জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া বালুভর্তি একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান।

স্থানীয়রা জানান, বালুভর্তি ডাম্প ট্রাকটি ভোর ৪টার দিকে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের ওপর উঠতেই বিকল হয়ে যায়। এরপর ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে।

এ ঘটনায় ট্রাকের ওপর থাকা অপর দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Bootstrap Image Preview