Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


চীনে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের শেষে আজ ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর নিয়ে আগামী সোমবার (৮ জুলাই) তিনি সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় আজ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ওই বিমানটি ঢাকায় দুপুরে পৌঁছেছে।

এর আগে গেলো ১ জুলাই ৫ দিনের সরকারি সফরে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেইজিং যান শেখ হাসিনা।

সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। একইসঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) আলোচনা সভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে ঢাকা এবং বেইজিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত ৯টি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

Bootstrap Image Preview