Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাইফ সাপোর্টে থাকা এরশাদের জন্য দোয়া প্রার্থনা আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৯:২৩ AM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৯:২৩ AM

bdmorning Image Preview


লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদকে বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না। তাকে বিদেশে নেয়ার অবস্থাও নেই।

তিনি আরও জানান, লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি এরশাদকে ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে।

এরশাদকে গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

Bootstrap Image Preview