Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকের মাধ্যমে প্রতারণা, নাইজেরিয়ার নাগরিক গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview


নাটোরে ফেসবুকের মাধ্যমে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিম ওরফে জেমস নামে এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শহরের চকরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিম নাইজেরিয়ার বেনিন শহরের ইয়ারীর ছেলে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল হাসনাত জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের স্কুলশিক্ষক দেলোয়ার জাহানের সাথে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে জিম।

পরে জিম তাকে বিভিন্নভাবে বিদেশি নিয়ে যাওয়া এবং ব্যবসা করে অনেক টাকা লাভের লোভ দেখায়। এভাবে জিম দেলোয়ার জাহানের কাছ থেকে ২লাখ ৯২হাজার টাকা হাতিয়ে নেয়।

এক পর্যায়ে বুধবার জিম পুনরায় তার কাছে আরো ২লাখ ৫০হাজার টাকা দাবি করে।

ঘটনাটি দেলোয়ার জাহানের সন্দেহ হলে নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানায় সে। বৃহস্পতিবার সকালে শহরের চকরামপুর এলাকায় জিম টাকা নিতে গেলে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী ড্রাইভিং লাইসেন্স ও একটি ভিসার কাগজ পাওয়া যায়। গ্রেফতারকৃত জিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview