Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে কারখানায় অগুন: ডিএনএ নমুনা রেখে লাশ হস্তান্তর করা হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় অটোস্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের মধ্যে রাসেল ও আনোয়ারের মরদেহ অবিকৃত অবস্থায় থাকায় তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আনোয়ার হোসাইনকে তার নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সুজন সরদার, আবু রায়হান, শাহজালাল, সেলিম কবিরের মরদেহ পুড়ে যাওয়ায় পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনরা বিভিন্নভাবে মরদেহ চিহ্নিত করেছেন।

সন্দেহ থাকায় নিহতদের শনাক্ত করতে ইতোমধ্যে মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সেখান থেকে ডিএনএর নমুনা রেখে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

গত মঙ্গলবার দুপুরে অটোস্পিনিং মিলস কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৮টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক নিরাপত্তারক্ষীসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

Bootstrap Image Preview