রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। নয়নের এমন কর্মকাণ্ডে অনেকেই তার মাকে নানা কারণে দোষারোপ করছে।
অথচ একজন মায়ের কলিজা ছেড়া চাপা কষ্টের ধারালো আর্তনাদ হয়ত কেউ বুঝবে না। দশ মাস গর্ভে ধারণ করে জন্ম দেয়া নয়নকে সে হয়তো কখনোই এই দিনটা দেখার জন্য বড় করেনি। ছেলে কার গেছে? যে ১০ মাস গর্ভধারন করেছে সেই মায়ের। কিন্তু মায়ের বুক ছেড়া কষ্ট কি কেউ ভুলিয়ে দিতে পারবে...? পারবে না…!
কোনো মা-বাবা চায় না তার সন্তান খারাপ হোক, অন্যায় কাজ করুন। তারা চান না তাদের আগে পৃথিবী ছেড়ে চলে যান তাদের আদরের সন্তানরা। নয়ন বন্ডের মায়ের কান্না ভরা মুখটা দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে গেছেন। মা ই তো…সে সবারই মা...
নয়ন হয়ত তার শাস্তি পেয়েছেন। কিন্তু সন্তান হারা মায়ের আর্তনাদ কি এতো সহজেই ভুলে যাবে? মা লাশ দেখলেন। অনেককেই বললেন লাশ দাফনের জন্য। কেউ রাজি হচ্ছিল না। শেষমেষ উপায় না পেয়ে তিনি পুতে দিতে বললেন।
নয়নের লাশ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার সোনারবাংলা গ্রামে তার দাফন শেষ হয়।