Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৩ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌচলাচল শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে আজ সকাল সাড়ে ৭টা থেকে সকল প্রকার নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে বৈরি আবহাওয়ার কারণে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ২৩ ঘণ্টা এই রুটে নৌ চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, নৌযান চলাচল শুরু হওয়ায় শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে সকাল থেকেই ঘাটে ঘরমুখো যাত্রীবাহী বাড়তি পরিবহনের চাপ দেখা গেছে। আবার চলাচল বন্ধ থাকায় ফেরিঘাটেও আটকে ছিল শত শত যানবাহন। ফলে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেরি কর্তৃপক্ষ।

মাওয়া বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বৈরি আবহাওয়ার কারণে গতকাল সকাল ৮টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচল বন্ধ রাখা হয়। বিপদ কেটে যাওয়ায় প্রায় ২৩ ঘণ্টা পর আজ সকাল থেকে ফের চলাচল শুরু হয়।

তবে দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আড়াই শত ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শিমুলিয়া ফেরি বহরে ১৮টি ফেরি থাকলেও বর্তমানে ১৫টি ফেরি দিয়ে পারাপার চলছে। কিছুক্ষণের মধ্যেই যানবাহনের চাপ সহনীয় পর্যায়ে আসবে বলে জানান নাসির আহম্মেদ।

এদিকে উপচেপড়া ভিড়ের কারণে ঢাকা-শিমুলিয়া মহাসড়কে পরিবহন সঙ্কটে চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। এ সুযোগকে কাজে লাগিয়ে মিরপুর, গুলিস্তান, পোস্তাগোলা থেকে শিমুলিয়াগামী গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।

Bootstrap Image Preview