Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাদ্যের সুর শুনতে জড়ো হচ্ছে গরুর পাল, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত


হ্যামেলিনের বাঁশিওয়ালার গল্প সবার জানা। বাঁশির সুরে বিমোহিত হয়ে বাঁশিওয়ালার কাছে জড়ো হয়েছিল হাজার হাজার শিশু। তবে সে ঘটনার বাস্তবের রূপ থাকুক বা না থাকুক বাদ্যের সুরে অবাক করেছেন যুক্তরাষ্ট্রের এরিন হারম্যান। তার স্যাক্সোফোনের সুর শুনতে জড়ো হচ্ছে মাঠে থাকা গরুর পাল।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইউটিউবে ভিডিও দেখে দেখে এরিনের বাবা স্যাক্সোফোন বাজানো শিখছেন। কিন্তু বাড়িতে তিনি স্যাক্সোফোন বাজিয়ে গান ধরলে অসন্তুষ্ট হয় বাড়ির লোক এবং প্রতিবেশী। তাই তিনি নিজের স্যাক্সোফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে গান ধরেন মাঠের ধারে। বাড়ির লোক তার গানকে গুরুত্ব না দিলেও মাঠে চরে বেড়ানো গরুর পাল কিন্তু তার বাদ্যের সুরে বিমোহিত।

এরিনের বাবা স্যাক্সোফোন বাজাতে শুরু করলেই মাঠে চরে বেড়ানো গরুর পাল চলে আসে তার কাছে। একেবারে যেন সেই হ্যামলিনের বাঁশিওয়ালা। গরুরা উপভোগ করে স্যাক্সোফোনের সুর। এরিনের বাবাও মনের আনন্দে নিজের সৃষ্টি তুলে ধরেন এদের সামনে।

এই ঘটনার ভিডিও সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন এরিন। তারপরই সেটি ভাইরাল হয়ে যায়। এরিনের বাবার স্যাক্সোফোনের সুর পছন্দ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও।

Bootstrap Image Preview