Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিফাত হত্যায় জড়িত গ্রেফতার হওয়া তিন আসামি রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৯:৩৮ AM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরিফ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া তিন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনজনের মধ্যে চন্দন ও হাসানের সাতদিন ও নাজমুল হাসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (২৮ জুন) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল এ আদেশ দেন।

এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতের বিচারক বিকাল সাড়ে পাঁচটার দিকে এজহারভুক্ত আসামি চন্দন ও মো. হাসানের সাত দিন করে ও অজ্ঞাতনামা আসামি নাজমুল আহসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ন কবির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আদালতের কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করি। আদালতের বিচারক দুই জনের ৭ দিন ও ১ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাতকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। তারা চেহারা আড়াল করারও কোনো চেষ্টা করেনি।

গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Bootstrap Image Preview