Bootstrap Image Preview
ঢাকা, ২৫ সোমবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্রমশ সুস্থ হয়ে উঠছে এরশাদ: রওশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে।

আজ শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় থাকা এরশাদকে দেখে এবং সিএমএইচের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে এমনই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিরোধীদলীয় উপনেতা সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার সন্তান রাহ্গীর আল মাহে এরশাদ।

Bootstrap Image Preview