Bootstrap Image Preview
ঢাকা, ২৫ সোমবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরগুনার খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবে সরকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার বরগুনায় আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবে। 

শুক্রবার (২৮ জুন) দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় চায়না মালিকানাধীন কিজো ব্যাটারি তৈরির কারখানা উদ্বোধন শেষে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশে যে কোনো হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের প্রতিহত করা দরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব সরকার। তাই সরকার শ্রমিকদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিকীকরণ করা হবে। এ লক্ষ্যে খুব শীঘ্রই সাভারের আমিনবাজারের ট্রাক টার্মিনালের টেন্ডার আহ্বান করা হবে।

এর আগে চায়না মালিকানাধীন কিজো ব্যারি কারখানাটি পরিদর্শন করেন মেয়র। এ সময় তার সঙ্গে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক সানা শামিউর রহমান শামীম ও কোম্পানিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview