Bootstrap Image Preview
ঢাকা, ২৫ সোমবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অলির ‘জাতীয় মুক্তি মঞ্চ’কে ফখরুলের স্বাগত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদের ‘জাতীয় মুক্তি মঞ্চ’র উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফখরুল বলেন, ‘একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ স্বাধীনতা আছে যেকোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবার এবং কোনো উদ্যোগ গ্রহণ করবার। গণতন্ত্রের জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

বিকেল সাড়ে ৩টায় বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য জি এম সিরাজকে নিয়ে মহাসচিব শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান। তারা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকার লালু, মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ওবায়দুর রহমান চন্দন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, শায়ল কবির খান প্রমুখ।

মির্জা ফখরুল বলেন,‘বর্তমানে বরগুনার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে,প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করার কারণে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারণেই এসব ঘটনা ঘটছে।

বিএনপির মহাসচিব আরও বলেন,‘যখনই আপনার অপরাধীর যদি শাস্তি না পায় এবং দলীয় কারণে তারা মুক্ত হয়ে যায়। স্বাভাবিক কারণে অন্যান্য অপরাধী সেই দলের ছত্রছায়ায় গিয়ে অপরাধ করার প্রবণতা আরও বেড়ে যায়, সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

 

Bootstrap Image Preview