২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এক সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সরকার আইন কর্মকর্তাদের এই নির্দেশ দেন।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘উচ্চ পর্যায়ের নির্দেশে আপনাদেরকে এই পদত্যাগের আহ্বান জানানো হলো। পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ৩৫ জন এবং ও সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ৫৫ জন। ইতিমধ্যেই অনেকেই তাদের পদত্যাগপত্র জমাও দিয়েছেন।