Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে কারাবন্দির গোপনাঙ্গে মিলল ১শ পিস ইয়াবা

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৭:৫০ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে রেজাউল করিম নামে এক কারাবন্দির শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কারাগার কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২০ জুন) আদালতে হাজিরা শেষে কারাগারে প্রবেশের সময় শরীরে তল্লাশিকালে গোপনাঙ্গে কৌশলে লুকানো ১শত পিস ইয়াবাসহ ধরা পড়ে।

কারাবন্দি রেজাউল করিম নগরীর মধ্যম হালিশহর এলাকার মুন্সিবাড়ির মৃত জানে আলমের ছেলে।

এ ব্যাপারে জানতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসাইন বলেন, নিয়মিত মামলার হাজিরা দেয়ার জন্য রেজাউল করিমকে বৃহস্পতিবার বিকেলে আদালতে নেয়া হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তার শরীর তল্লাশি করে গোপনাঙ্গে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় ১ শত পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের আদালত থেকে ইয়াবা নিয়ে আসার কথা স্বীকার করে রেজাউল। কিন্তু কার কাছ থেকে ইয়াবাগুলো সে সংগ্রহ করেছে তার কোন জবাব এখনো সে জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানান জেল সুপার। 

Bootstrap Image Preview