Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুরুদাসপুরে সাত সকালে সড়কে ঝড়ল ৩ প্রাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৯:৩০ AM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৯:৩০ AM

bdmorning Image Preview


নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০জন।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কাছিকাটা ১০নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পিকআপটি কাছিকাটা ১০নং ব্রীজ এলাকায় পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন তিন শ্রমিক। এদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সিরাজগঞ্জের তাড়াশ এলাকার বাসিন্দা রুহুল আমীন (৩৫) ও আব্দুল কাদের (৫০)। অপর নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছে। আর ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে।

Bootstrap Image Preview