Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০১:৩১ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ব্যস্ততম সেই চাক্তাই ভেড়া মার্কেটে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখান কার প্রায় শতাধিক বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি অগ্নিনির্বাপক দলের কেউই।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নগরের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ৯ নারী, পুরুষ ও শিশু।

চট্টগ্রাম বিভাগীয় অগ্নিনির্বাপক কেন্দ্রের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে সেই মার্কেটে ফের আগুন লাগে। অগ্নিনির্বাপক ৫টি কেন্দ্রের ১৩টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি নগরের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ৯ নারী, পুরুষ ও শিশু। সে সময় পুড়েছে প্রায় ২০০ ঘর। সেই দগদগে স্মৃতি এখনও স্বজনদের কাঁদায়।

Bootstrap Image Preview