Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে বড় কোনো অপরাধ নেই: ডিএমপি কমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীতে বড় কোনো অপরাধ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। 

বুধবার (১৯ জুন) দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে উত্তরা এলাকায় চলমান চক্রাকার বাসের সেবার মান উন্নয়নকল্পে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, আইন মানবো, শৃঙ্খলা আনবো বলে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশন একটি টিম, আমাদের একটি টিম, সেক্টর ভিত্তিক একটি টিম তৈরি করে শৃঙ্খলা ফেরানো সম্ভব। সেক্টরভিত্তিক রিকশার রং করে দেওয়া হবে। কোনটা কোনো সেক্টরে চলবে।

ইজিবাইক চলাচল সম্পর্কে তিনি বলেন, ‘ডাইরেক্ট স্টপ করুন। কোথায় চলবে আমি জানি না, আমার ডিএমপিতে চলবে না। লেগুনা স্ট্যান্ড সরিয়ে আরো ভিতরে নেওয়া হবে।

ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে কমিশনার বলেন, ‘সিটির সহযোগিতা ও সেক্টরভিত্তিক কল্যাণ সমিতির সহযোগিতা নিয়ে ফুটপাত দখল মুক্ত করতে সহজ হবে।

এ সময় মেয়রকে অনুরোধ করে আছাদুজ্জামান মিয়া বলেন, স্যার, আপনার কাছে আমার অনুরোধ বৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরই মধ্যে বহুতল পার্কিংয়ের ব্যবস্থা আমরা করেছি আমাদের ডিএমপির হেড কোয়ার্টারে। চাইলে বাহিরে করা সম্ভব।

নাগরিক তথ্য সংগ্রহের বিষয়ে তিনি বলেন, এই প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। নাগরিক তথ্য সেবার বাহিরে কোনো বাড়ি যেন না বাদ পড়ে। ঘরে ঘরে দোকানে দোকানে সবখানে গিয়ে তথ্য সংগ্রহ করছে আমাদের পুলিশ ভাইয়েরা।

এসময় উত্তরাবাসী ও এলাকার কাউন্সিলর নিজ নিজ সেক্টরের নানান সমস্যার কথা তুলে ধরেন। তাদের দাবি বেশ কয়েকটি জায়গাতে চক্রাকার বাসের স্টপেজ যেন করা হয়।

এ সময় অনেকে অভিযোগ করেন যে, পরিচ্ছন্ন উত্তরা গড়তে হলে ব্যাটারিচালিত রিকশা, লেগুনা, ইজিবাইকগুলো উত্তরা থেকে নিয়ন্ত্রণে আনলে অনেকটা চলাচল সহজ হবে।

এক প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সুন্দর উত্তরা গড়তে ও সুন্দর নগরী গড়তে কাজ করে যাচ্ছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘আমাদের উত্তরায় অনেক চৌরাস্তা থাকার পরও আমার চালাতে পারছি না। কারণ ফুটপাত দখল করে রেখেছে রাস্তাগুলো।

মেয়র বলেন, ‘৬০টি এভিনিউতে কোনো ধরনের হিউম্যান হলার, লেগুনা,ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা চলবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, বিশেষ অতিথি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উত্তরা জোনের ডিসি নাবিদ কামাল শৈবাল, উত্তর জোনের ট্রাফিকের ডিসি প্রবীর কুমারসহ আরো অনেকে।

Bootstrap Image Preview