Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভবিষ্যতে সব নির্বাচনই হবে ইভিএমে: সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে। 

বুধবার (১৯ জুন) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন,ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে। কারণ ইভিএমে ভোট গ্রহণ যেমন সহজ, তেমনি ভোট গ্রহণের এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যায়। আগের মতো ভোটের ফলাফলের জন্য অপেক্ষার প্রহর গুনতে হয় না। এখন যে বিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে এটা তারই পূর্ব-প্রস্তুতি।

তিনি আরও বলেন, 'বগুড়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করায় ভোটার উপস্থিতিও বেশি হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আমাকে নির্বাচনী এলাকার পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বগুড়ার এই নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। তবে ইভিএমের জন্য টেকনিক্যাল সাপোর্ট হিসেবে সেনা সদস্যরা থাকবেন।

ইভিএমে ভোট গ্রহণের ব্যালট নিয়ে দৌড়াদৌড়ি , কাড়াকাড়ি হবে না। ভোট গ্রহণের এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যাবে। যেহেতু বিএনপি বগুড়া নির্বাচনে অংশ নিচ্ছে, সেহেতু এখানে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন ইসি সচিব মো. আলমগীর কবীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ। এর আগে তিনি জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন এবং পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।

Bootstrap Image Preview