Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেধাবীদের চাকরি হয় না কেন, কারণ বললেন ভিপি নুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সুশাসনের অভাবেই মেধাবীরা আজ চাকরি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

রবিবার ঢাবির কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধনে এ কথা বলেন তিনি।

ভিপি বলেন, প্রশ্নফাঁস নিয়ে এটা আমাদের প্রথম আন্দোলন নয়, আমাদের আগেও অনেক ছাত্রসংগঠন এই প্রতিবাদ করেছে। কিন্তু শুরু থেকেই প্রশ্নফাঁসের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। সুশাসনের অভাবেই মেধাবীরা আজ চাকরি পাচ্ছে না।

এসময় ৩টি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২ ধাপের পরীক্ষা বাতিল করা, প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং প্রশ্নফাঁসে জড়িতদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণা করা।

কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন বলছেন, বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি হচ্ছে। এসএসসি, এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস হচ্ছে, এমনকি প্রশ্নফাঁস থেকে মুক্তি পাচ্ছে না প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষার্থীরাও।

Bootstrap Image Preview