Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন ১৩৬ কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ১৬ জুন ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


উপসচিব থেকে ১৩৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১২ জন জেলা প্রশাসক রয়েছেন, যাদের গত ১১ জুন বদলি করা হয়েছিল। 

রবিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিধি অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদেরকে এখনো পদায়ন করা হয়নি। নতুন এ পদোন্নতির পর প্রশাসনে এখন যুগ্ম সচিব ৮৬৩ জন। অথচ যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি।

সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০০২ এ বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ৩০ শতাংশ অন্য ক্যাডারের উপসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

এছাড়া উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছর চাকুরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে ১৫ বছরের চাকুরির অভিজ্ঞতা বা উপসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

Bootstrap Image Preview