Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এখন কেউ আমাদের ভিক্ষুক মনে করে না: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশকে উন্নত ও দারিদ্র্যমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বাইরে গেলে কেউ আমাদের ভিক্ষুক মনে করে না। এটাই হচ্ছে আমাদের সব চেয়ে বড় অর্জন। 

শুক্রবার (১৪ জুন) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

গতকাল অসুস্থতার কারণে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা পড়তে সমস্যা হচ্ছিল। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর পক্ষে অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা পড়া শুরু করেন। অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেন খোদ প্রধানমন্ত্রী।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাজেট নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বক্তব্যের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে কিছু লোক থাকে, যাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কাজই করেন না কেন, তারা কোনো কিছু ভালো খুঁজে পায় না। যখন দেশের অর্থনৈতিক উন্নতি হয়, সাধারণ মানুষের উন্নতি হয়, তখন তারা কোনো কিছুই ভালো দেখে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে, সাধারণ জনগণ খুশি কি না। সাধারণ মানুষ খুশি কি না। সাধারণ মানুষগুলির ভালো করতে পারছি কি না। এটা হচ্ছে বড় কথা।

তিনি আরও বলেন, ‘আমরা যা করছি, তার সুফলটা কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর এই ভালো না লাগা পার্টি যারা, তাদের কোনো কিছুতেই ভালো লাগবে না। যারা সমালোচনা করার তারা করে যাক, ভালো কথা বললে আমরা গ্রহণ করব, মন্দ কথা হলে আমরা ধর্তব্যে নেব না। এটা পরিষ্কার কথা।

Bootstrap Image Preview