Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শান্তি কমেছে বাংলাদেশে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ১২ জুন ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বৈশ্বিক শান্তি সূচকে এক বছরে ৯ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৬৩টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১০১ তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। 

বুধবার (১২ জুন) অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিসের প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচক-২০১৯ এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি এবার তাদের ১৩তম বার্ষিক শান্তি সূচক প্রকাশ করেছে। দেশ ও অঞ্চলগুলোর মানুষের শান্তিতে থাকার তুলনামূলক পর্যালোচনার ভিত্তিতে এ সূচক প্রকাশ করে সংস্থাটি।

গত বছরের তুলনায় ৮ ধাপ পেছালেও এ সূচকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপরে রয়েছে বাংলাদেশ। তবে ভুটান, শ্রীলংকা ও নেপালের পেছনে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ায় ভুটান শ্রীলঙ্কা ও নেপালের পর বাংলাদেশের অবস্থান। এরপর রয়েছে ভারত ১৪১তম, পাকিস্তান ১৫৩তম।

২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে। এরপরেই রয়েছে, নিউজিল্যান্ড (দ্বিতীয়), অস্ট্রিয়া (তৃতীয়), পর্তুগাল (চতুর্থ) ও ডেনমার্ক (পঞ্চম)।

সিরিয়া সূচকের তলানিতে থাকলেও এবার আফগানিস্তান সেই স্থান দখল করেছে। আফগানিস্তান ১৬৩তম, সিরিয়া ১৬২তম, দক্ষিণ সুদান ১৬১তম, ইয়েমেন ১৬০তম এবং ইরাক ১৫৯তম অবস্থানে রয়েছে।

Bootstrap Image Preview