বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এখন মোবাইল ফোনে লুডু খেলে সময় পার করছেন।
বুধবার (১২ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তাদের মোবাইল ফোনে অ্যাপে লুডু খেলতে দেখা গেছে।
গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে ঈদের দিনেও তারা সেখানে সময় কাটান। এ সময় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো নেতা তাদের খবর নেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
রাকিব হোসেন নামের এক আন্দোলনকারী বলেন, এখানে আমাদের থাকাটাই মুখ্য। মাঝেমধ্যে আমাদের কেউ কেউ সময় কাটানোর জন্য মোবাইলে গেইম খেলে। তবে আমাদের উদ্দেশ্য থেকে কেউ পিছিয়ে নেই।
আগের কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন রাকিব। এই অবস্থান কর্মসূচিতে তার সঙ্গে আছেন বিগত কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আনন্দ সাহা পার্থ, বর্তমান কমিটির উপ-ক্রীড়া সম্পাদক এনামুল হক তানান, শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত, বিগত কমিটির নেতা শামীম, বিগত কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু, উপদপ্তর সম্পাদক নকিবুল ইসলাম সুমন, উপ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মুরাদ হায়দার টিপু, সহসম্পাদক শামীম মীর, কবি জসীমউদদীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান, বিগত কমিটির সদস্য তানভীর হাসান সৈকত।
প্রসঙ্গত,গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন এতে জায়গা না-পাওয়া কিংবা প্রত্যাশিত পদবঞ্চিত নেতারা।
বিক্ষুব্ধদের অভিযোগ, বিবাহিত, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, চাকরিজীবী ও বিভিন্ন মামলার আসামিসহ নানা অভিযোগবিদ্ধ অনেককে পদ দেয়া হয়েছে। অন্যদিকে বঞ্চিত করা হয়েছে অনেক ত্যাগী নেতাকে।