Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবান হতে বেশী লোক বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে: বীর বাহাদুর উশৈসিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানের মত প্রত্যন্ত এলাকা হতে বেশী লোক বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। যারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে তাদেরকে স্বল্প সুদে বিনিয়োগের জন্য লোন দিতে পারে, লোন প্রদান প্রক্রিয়া সহজ করতে হবে, রিক্রুটিং এজেন্সি অনিয়ম করলে বা অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আজ সকাল দশটায় বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় "বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা" শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর(উপসচিব)। এতে আরো উপস্থিত ছিলেন সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

Bootstrap Image Preview