Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাইজার জাতীয় বাণিজ্যমেলায় বাংলাদেশ প্যাভেলিয়নে উপচেপড়া ভীড়

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


নাইজার জাতীয় বাণিজ্যমেলায় বাংলাদেশ প্যাভেলিয়নে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিদিন স্থানীয় ও বিভিন্ন দেশের ক্রেতারা বাংলাদেশের পণ্যসামগ্রী দেখে অভিভূত হয়।

তা ছাড়া নাইজার অঙ্গরাজ্যের গভর্নরের প্রতিনিধি এবং নাইজার চেম্বারের প্রেসিডেন্ট ও মহাপরিচালকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের পরে বাংলাদেশ স্টল পরিদর্শন করেন এবং তারা বাংলাদেশের রপ্তানিপণ্যের গুণ ও মানের ভূয়সী প্রশংসা করেছেন।

১৫-২৫ মে ২০১৯ তারিখে নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের গভর্নরের প্রতিনিধি আলহাজ্ব মুদি মোহাম্মদ মেলার ১৭তম বার্ষিক আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রথমবারের মতো নাইজার জাতীয় বাণিজ্যমেলায় অংশগ্রহণ করে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ শাহ ইকরামুল হক, হেড অফ চ্যান্সেরি, বাংলাদেশ হাইকমিশন, আবুজা, নাইজেরিয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার ৩৬টি অঙ্গরাজ্যের মধ্যে নাইজার অঙ্গরাজ্যটি সর্ববৃহৎ।

বাংলাদেশ সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’কে প্রাধান্য দেয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের স্টলে তার নিজস্ব সংগ্রহের নানাবিধ রপ্তানিপণ্য স্থান পায়। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে তৈরি পোশাক ও নীটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাটপাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশীকাঁথা ইত্যাদি স্থান পায়।

প্রতিদিন মেলায় ছিল উপচেপড়া ভীড়। নাইজার অঙ্গরাজ্যের গভর্নরের প্রতিনিধি এবং নাইজার চেম্বারের প্রেসিডেন্ট ও মহাপরিচালকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের পরে বাংলাদেশ স্টল পরিদর্শন করেন এবং তারা বাংলাদেশের রপ্তানিপণ্যের গুণ ও মানের ভূয়সী প্রশংসা করেন।

রপ্তানিপণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার উপরে বিভিন্ন রকমের আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টল টিকে সুসজ্জিত করা হয়। একই সাথে, প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নাইজেরিয়ায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন রপ্তানিযোগ্য পণ্যের সম্ভার নিয়ে শীঘ্রই একটি ʿকমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ চালু করতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

Bootstrap Image Preview