Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র একইসাথে এগিয়ে যাচ্ছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা একইসাথে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রেখে ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের অগ্রযাত্রা অনন্য। বাংলাদেশের সাম্প্রতিক ডিজিটাল রূপান্তরের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছেলে সজীব ওয়াজেদ জয়। ডিজিটালাইজেশন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। ফলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

সিঙ্গাপুরে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংসদের গণসংযোগ বিভাগ আরো জানায়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারে এ কর্মশালা চলবে আগামী ৩০ মে পর্যন্ত।

ড. শিরীন শারমিন এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এর প্রশংসা করেন।

তিনি বলেন, কর্মশালাটি সিঙ্গাপুরকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে স্মার্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে অংশগ্রহণকারীদের পরিচিত করার সুযোগে করে দিবে। ই-গভর্নমেন্ট লিডারশীপ সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব ধারণা দিবে, যা ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ এর চেয়ারম্যান গোপিনাথ পিল্লাই। বক্তব্য রাখেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান, ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারের পরিচালক অশোক কুমার। 

এছাড়াও কর্মশালায় অংশ নিচ্ছেন ডা. এ এফ এম রূহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ। উল্লেখ্য কর্মশালায় সংসদ সদস্য ও কর্মকর্তাসহ মোট ১৬জন অংশ নিচ্ছেন।

Bootstrap Image Preview