Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বার্লিন সম্মেলনে জলবায়ু ও রোহিঙ্গা সমস্যার ভয়াবহতা তুলে ধরবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


জার্মানির বার্লিনে আগামী ৪ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য জলবায়ু ও নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, এমপি। এ সময় বাংলাদেশসহ এ অঞ্চলের প্রধান দুটি সমস্যা- জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যার ভয়াবহতা এবং এ অঞ্চলে এর প্রভাব বিষয়ে তিনি বক্তব্য প্রদান করবেন।

বার্লিন জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন একটি ফোরাম যার লক্ষ্য জলবায়ুনীতি ও জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক নীতির উন্নয়ন।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একটি প্রতিরোধমূলক কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা, যেমন প্রাকৃতিক সম্পদ নিয়ে দ্বন্দ্ব, আসন্ন খাদ্য সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্রবক্ষে ভূ-পৃষ্ঠের বিলিন হয়ে যাওয়া, বাস্তুচ্যুতির ফলে পারিবারিক, আঞ্চলিক ও বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতা তৈরিসহ বিভিন্ন সমস্যা এই সম্মেলনে স্থান পাবে।

এছাড়া আগামী ৫ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য ৪র্থ জার্মান-এশিয়া বাণিজ্য সংলাপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সংলাপ জার্মান ও এশিয়ার উদ্যোক্তা, রাজনীতিবিদ ও কূটনীতিকদের মধ্যে ঘনিষ্ঠতা স্থাপনে সহায়ক হবে। সংলাপে মুক্তবাণিজ্য, উদ্ভাবনী প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।

Bootstrap Image Preview