ইফতারে কোন রাজনৈতিক অংক নাই মন্তব্য করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এখানে রাজনীতির কথা ভেবে কাউকে দাওয়াত করা হয়নি। এসময় কোন রাজনৈতিক মন্তব্য ছাড়াই নিজের বক্তব্য শেষ করেন এই প্রবীন নেতা।
রবিবার (২৬ মে) হোটেল রাজমনি ইশা খাঁ তে ইফতারের আয়োজন করে গণফোরাম।
এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার হিসাব করে কোন জায়গা থেকে প্রতিরোধ আসবে, সেখানে প্রতিরোধ করে।
তিনি বলেন, বলা হয় রাজনীতিতে শেষ কথা নাই, কিন্ত এখন আমাদের শেষ কথা রাখার সময় হয়েছে। দেশে গণতন্ত্র পূনপ্রতিষ্ঠায় ঐক্যফ্রন্টকে বৃদ্ধি করে স্বাধীনতার অঙ্গিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. ফারুক খান, ড. রেহমান সোবহান, ড. মোকাব্বির খান, বিএনপি নেতা ড. মইন খান, মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মইনুল ইসলাম, মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন গণমাধ্যম ও রাজনীতিবিদরা।