Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউএনসিএসিতে যোগ দিতে অস্ট্রিয়ায় যাচ্ছেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন (ইউএনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দশম অধিবেশনে যোগ দিতে আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল ২৭ থেকে ২৯ মে ভিয়েনায় এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

আনিসুল হক আইন ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে গঠিত বাংলাদেশের ভিয়েনা মিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ ২০০৭ সালে সদস্য হওয়ার পর থেকে ইউএনসিএসি’র আওতায় বিভিন্ন পদক্ষেপ নেয়ায় অন্যান্য সদস্য রাষ্ট্রের দ্বারা প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ ইউএনসিএসি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে পাবলিক ইন্টারেস্ট রিলেটেড ইনফরমেশন ডিসক্লোজার (প্রোটেকশন) অ্যাক্ট-২০১১, এন্টি-টেরোরিজম এক্ট-২০০৯, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট-২০০৯, মানি লন্ডারিং প্রিভেনশন এক্ট-২০১২ ও মিউচুয়াল লিগাল এসিস্ট্যান্স ইন ক্রিমিন্যাল ম্যাটার অ্যাক্ট-২০১২ গঠন করেছে।

Bootstrap Image Preview