Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর পরিবর্তে মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। 

রবিবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ গ্রহণ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তিনি জাপানে সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন সে অনুষ্ঠানে গিয়েছিলেন।

তিনি বলেন, এ বছরও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ নেবেন সে সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন। আর স্পিকারের পূর্ব নির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের জ্যেষ্ঠমন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদির শপথ অনুষ্ঠানে।

Bootstrap Image Preview