পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ৫ দিনের সরকারি সফরে আগামীকাল বেলা ১১.২০টায় ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে ১৬-সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৫তম ইউএন- এসকাপ ইউনাইটেড ন্যাশন-ইকোনোমিক অ্যান্ড সোশাল কমিশন ফর এশিয়া অ্যান্ড পেসিফিকের বার্ষিক অধিবেশনে বাংলাদেশ থেকে যোগদান করছেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদও প্রতিনিধি দলে রয়েছেন। আগামী ৩১ মে মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।