Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

ফারুক হাসান কাহার, শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের করতোয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক শিশুর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসির দেওয়া খবরে শনিবার (২৫ মে) দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এলাকাবাসির দেয়া খবরে ঘটনাস্থল থেকে একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, প্রায় ১ সপ্তাহ আগে শিশুটি মারা গেছে। লাশের শরীরে পচন ধরায় চেহারা বোঝা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে শনাক্তও সম্ভব হচ্ছে না। তবে শিশুটির পরনে জিন্সের প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview