Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃ আবু নাঈম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


দেশের দীর্ঘতম রেলপথে চালু হলো "পঞ্চগড় এক্সপ্রেস" নামে নতুন নন-স্টপ (বিরতিহীন) ট্রেন সার্ভিস।

শনিবার (২৫ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা উড়িয়ে পঞ্চগড়বাসীর বহুল প্রত্যাশিত এই ট্রেন সার্ভিসটি উদ্বোধন ঘোষণা করেন। সেই সাথে পঞ্চগড় রেল স্টেশনের নতুন নাম 'বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়' ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় চত্বরে ভিডিও কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-২ আসনের সাংসদ রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোম নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাংসদ মোঃ মমজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম খন্দকার শহীদুল ইসলাম, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান প্রমুখ।

পরে রেলপথ মন্ত্রী নন-স্টপ (বিরতিহীন) ট্রেন "পঞ্চগড় এক্সপ্রেস" করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

Bootstrap Image Preview