Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউএন-হ্যাবিটেট এসেম্বলিতে যোগ দিতে ৫দিনের সফরে কেনিয়া যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


কেনিয়ার রাজধানী নাইরোবীতে অনুষ্ঠেয় ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে ৫দিনের সফরে  কেনিয়া যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।

আজ শনিবার রাতে (২৫ মে ২০১৯) কেনিয়ার রাজধানী নাইরোবীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
 
উল্লেখ্য, কেনিয়ার রাজধানী নাইরোবীতে ২৭ মে থেকে ৩১ মে ২০১৯ পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।

অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণের যোগ দেবার কথা রয়েছে।

উল্লিখিত অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। রোহিঙ্গা সমস্যার উপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বক্তব্য প্রদানের কথা রয়েছে।

Bootstrap Image Preview