Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা

ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিরাজগঞ্জের চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে পাষান্ড স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ মে) পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে কলহের সূত্রপাত হয়। এর পর নিহত শিরিন আক্তারকে পিটিয়ে ও একপর্যায়ে শ্বাস রোধ করে হত্যা করে তার স্বামী।

নিহত শিরিন আক্তার (১৯) এর লাশ খাষকাউলিয়ায় তার শ্বশুড় বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী নাসির উদ্দিন পলাতক রয়েছে।

নিহতের ভাই সেলিম মোল্লা জানান, গত ৩ মাস আগে খাষপুকুরিয়া গ্রামের শফি মোল্লার মেয়ে শিরিনের খাষকাউলিয়া গ্রামের দরবেশ আলীর ছেলে নাসিরের বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির তার স্ত্রীকে পিটিয়ে ও পরে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে নিহত মেয়েটির ভাই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেছে। আসামীকে ধরার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview