Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


পররাষ্ট্র সচিব পর্যায়ে বাংলাদেশ-তুরস্ক তৃতীয় পররাষ্ট্র দপ্তরের পরামর্শসভা সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস ও ইস্তান্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সিদাত ওনাল তাঁর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্ককে আরো নিবিড় ও কার্যকর করার লক্ষ্যে উচ্চতর পর্যায়ে সফর বিনিময় বৃদ্ধিসহ সার্বিক দ্বিপাক্ষিক সহযোগিতাকে ব্যাপকতর করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষতঃ দ্বিপাক্ষিক কূটনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য,শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে অগ্রাধিকার প্রদানে বিশেষ গুরুত্বারোপ করেন। দু’দেশের মধ্যে স্বাক্ষরিতচুক্তিসমূহের যথাযথ বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন চুক্তিসমূহ দ্রুত স্বাক্ষরের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।

বঙ্গবন্ধু ব্যুলভার্ড নামে আঙ্কারার একটি গুরুত্বপূর্ণ সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি শীঘ্রই স্থাপনের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।তুর্কী কতৃপক্ষও তাঁদের জাতির পিতা মোস্তফা কামাল আতার্তূক-এর একটি আবক্ষ মূর্তি ঢাকাস্থ আতাতূর্ক এ্যাভিনিউ-এ স্থাপন করবে।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রকে আরও সম্প্রসারিত ও ব্যাপকতর করার লক্ষ্যেবিশদ আলোচনা হয়। বিশেষতঃ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, তুরস্কে বাংলাদেশী তৈরি পোশাক (আরএমজি) আমদানি সহজীকরণ ইত্যাদি আলোচনায় প্রাধান্য পায়। মন্ত্রী পর্যায়ের ৫ম বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী সভা এবছর নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য তুরস্কের সহযোগিতার বিষয়টিও বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হয়। রোহিঙ্গাদের সাহায্যার্থে সকল ধরনের সহযোগিতার জন্য পররাষ্ট্র সচিব বাংলাদেশের পক্ষে তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। বাস্তচ্যূত রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনেদু’দেশ জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক ফোরামে একযোগে কাজ করবে মর্মে দু’পক্ষঅঙ্গীকার ব্যক্ত করে।

বাংলাদেশ-তুরস্কের মধ্যে পররাষ্ট্র দপ্তরের সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview