কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে। এমতাবস্থায় গরীব কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় কৃষকের ক্ষেতের ধান কেটে দেয়ার ঘোষণা দিল ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন ছাত্রলীগ।
বুধবার (২২ মে) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। এতে বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটাসহ সর্বাত্নক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভনকে বেশ কয়েকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বাংলাদেশ ছাত্রলীগের কৃষিশিক্ষাবিষয়ক উপসম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল সংবাদমাধ্যমকে বলেন, জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এটি বাস্তবায়নের মাধ্যমে আমরা কৃষকদের পাশে থেকে সরকারকে সহযোগিতা করতে পারব।