রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩৫ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
পাশাপাশি এসব অভিযানে ৭ হাজার ৮০৫টি মামলা করা হয়েছে; ৩৯টি গাড়ি ডাম্পিংয়ে এবং ৭৮৮টি গাড়ি রেকারে দেওয়া হয়েছে।
সোমবার (২০ মে) ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ডিএমপি'র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৭০৮টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।
সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করায় ৩১০১টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০২টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২টি মামলা দেওয়া হয়।
উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।